বিস্তারিত জানতে কল করুন – 01829598986*(সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে)।
চুলপড়ার বহুবিধ কারন রয়েছে। তাছাড়া শরীরের গঠন,বয়স ও লিঙ্গ ভেদে এক এক জনের চুল ও স্কালপ(মাথার ত্বক)এক এক রকম।
বিভিন্ন রকমের তেল-শ্যাম্পু ব্যবহারের পরেও চুলপড়া বন্ধ না হলে বুঝতে হবে স্কালপে পুষ্টিহীনতা,এলার্জির প্রবনতা,সীবাম সিক্রেসন, ভিটামিনের অভাব ও রক্ত শুন্যতা,প্রয়োজনীয় কপার,জিংক,সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, বায়োটিন,ইকেপ,আয়রন ও প্রোটিনের অভাব রয়েছে।
তাই উক্ত সমস্যা থেকে মুক্ত হতে হেয়ার অয়েল ও শ্যাম্পুর সাথে স্কালপের ইনফেকসন ও পুষ্টিহীনতা দূরীকরনের পাশাপাশি ভিটামিন সমৃদ্ধকারী উপাদানসমুহ যোগ করতে হবে।
আধুনিক মেশিনে চুল চেকআপ করে চুলের ধরন ও সমস্যা অনুযায়ী কোন তেল বা শ্যাম্পুটি ব্যবহার করলে আপনি উপকার পাবেন, সেটি চিকিৎসকই আপনাকে বলে দেবেন এবং স্কালপের সমস্যা সমাধানের পাশাপাশি মাত্র-৭-দিনের মধ্যেই চুলপড়া নিয়ণ্ত্রনের কার্যকারীতা বুঝা যাবে। আমরা ১৪ বছর যাবত আধুনিক প্রযুক্তি ও প্রোডাক্টের মাধ্যমে চুলপড়া ও টাকের সমাধানে রেজিষ্টার্ড চিকিৎসকের তত্বাবধানে সেবাসমূহ দিয়ে আসছি। বি:দ্র: বিভিন্ন সমস্যায় যারা চেম্বারে আসতে সক্ষম নন,তাদের জন্যও সমাধান রয়েছে।
#হেয়ার_এন্ড_স্কালপ_ক্লিনিক ২৯১, ভিআইপি টাওয়ার, কাজীর দেইড়ী, চট্টগ্রাম।