হরমোনের ভারসাম্যহীনতায় চুল পড়ে। যেভাবে প্রতিরোধের ব্যবস্থা নিবেন।

0
30082

হরমোনের_ভারসাম্যহীনতায়_চুল_পড়ে | যেভাবে_প্রতিরোধ_করবেন:

বিস্তারিত জানতে কল করুন-০১৮২৯৫৯৮৯৮৬। সকাল ১০ টা থেকে রাত ১০টার মধ্যে।

হরমোনের সমস্যা চুলের জন্য একটি কমন সমস্যা।মহিলাদের আছে মেল হরমোন ্অ্যানড্রোজেন(যা সারা শরীরে চু্ল বৃদ্বি করে) ও ফিমেল হরমোন ওয়েষ্ট্রোজেন।

পুরুষদের ক্ষেত্রে আ্যনড্রোজেন ফ্যলিকলসকে অর্থাৎ চুলের বীজকোষ ধ্বংস করে।অবশ্য যারা বংশানুক্রমে টাক পড়ার স্বীকার। এটাকে বলা হয় আন্ড্রোজেনিক সমস্যা।

মহিলাদের ক্ষেত্রে এর উল্টা।অর্থাৎ চুল বাড়বে।তবে মহিলাদের যখন ওয়েষ্ট্রোজেন হরমোন কমে যায়,আন্ড্রোজেন হরমোন তখন ফ্যলিকলসকে(বীজকোষকে) আক্রমন করে।তখন চুল পাতলা হতে শুরু করে।বর্তমানে সারা পৃথিবীতে হরমোন ব্যালেন্সের ভাল ভাল ওষুধ পাওয়া যায় এবং এর ব্যবহারে হরমোন ব্যালেন্স হয়ে দ্রুত চুলপড়া নিয়ন্ত্রনে আসে।

পাশাপাশি মহিলাদেরও ওয়েষ্ট্রোজেন হরমোন বৃদ্ধির ওষুধ সেবনের সাথে সাথে দ্রুত হরমোন ব্যালেন্স হয়ে চুলপড়া নিয়ণ্ত্রনে এসে যায়।

চুলপড়ার আরো বহুবিধ কারন রয়েছে।বিগত ১৪ বছর যাবত আধুনিক প্রযুক্তি ও প্রোডাক্টের মাধ্যমে রেজিষ্টার্ড চিকিৎসকের তত্বাবধানে চুলের সমস্যায় সেবাসমূহ দিয়ে আসছি।চেকআপের সময় সমস্যাগুলি চিহ্নিত করা যায়।


#হেয়ার_এন্ড_স্কালপ_ক্লিনিক
২৯১, ভিআইপি টাওয়ার, কাজীর দেইড়ী, চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here