আগের যুগের মহিলা ও পুরুষেরা শ্যাম্পুর পরিবর্তে যে সকল ভেষজ উপাদান ব্যবহার করত, তাহার সংমিশ্রনেই তৈরী করা হয় আমাদের হারবাল শ্যাম্পু।

0
33362

সেই উপাদান দিয়েই তৈরী করা হয় শতভাগ হারবাল শ্যাম্পু। এক সময় সাবান বা শ্যাম্পু কিছুই ছিলনা। বিভিন্ন প্রয়োজনে মানুষ গাছের ফল-মূল ব্যবহার করে তাদের প্রয়োজন মিটাতো এবং অনেক উপকৃত হত। তখন সাবান ও শ্যাম্পুর বিকল্প হিসাবে হরিতকি, বহেড়া,আমলকি,রিঠা ও শিকাকাই এর ভেষজ উপাদান ব্যবহার করত এবং অনেক উপকৃত হত।এসকল উপাদান দিয়েই আমাদের Scalp Cleanser শ্যাম্পুটি ১৪ বছর যাবত তৈরী করে আসছি।

বর্তমানে আধুনিক প্রোডাক্টের আগমন ও ব্যবহারে আমরা অভ্যস্ত। কারণ, এই গুলোর রং,ফ্লেভার ও আকর্ষনীয় গেটআপ দেখে আমরা স্বাচ্ছন্দে এই গুলি ক্রয় করি।তাছাড়া আগেকার যুগের নির্ভেজাল ও ভেষজ শ্যাম্পুগুলি বর্তমানে স্বল্প সময়ে তৈরী করা বা বিপনন করা অনেক কষ্টস্বাধ্য। তাই সহজে কোন হাকীম- কবিরাজ বা কোম্পানি এগুলো সহজে তৈরী করতে চায় না।

তাছাড়া এগুলোর ন্যাচারাল খয়েরী রংটাকে বর্তমানের আকর্ষনীয় শ্যাম্পুর মত সুন্দর ব্লু বা সাধা কালার করা যায় না কারন ভেষজ উপাদানগুলি শুকানোর পরে খয়েরী কালার হয়ে যায়।যা অনেকের পছন্দ নয়।যদিও এই ভেষজ শ্যাম্পুটি স্কাল্পের খুশকি ও দূষন দ্রুত পরিস্কার করে স্কালপকে সতেজ রাখে এবং চুলপড়া বন্ধ করতে সহায়তা করে।

চুলপড়া, টাকপড়া,ফাংগাস,স্কাল্পের তৈলাক্ততা ও বিভিন্ন খুশকী দূরীকরণে আমরা ১৪ বছর যাবত আধুনিক প্রযুক্তি ও নির্ভেজাল পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত সেই প্রাচীন ভেষজ প্রোডাক্টের মাধ্যমে রেজিষ্টার্ড চিকিৎসকের তত্বাবধানে সেবাসমূহ দিয়ে আসছি। আমাদের প্রোডাক্ট ও চিকিৎসা সমূহ একবার যাচাই করুন।

বিস্তারিত জানতে কল করুন-০১৮২৯৫৯৮৯৮৬।
(সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে)
#হেয়ার_এন্ড_স্কালপ_ক্লিনিক
২৯১, ভিআইপি টাওয়ার, কাজীর দেইড়ী, চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here