চুলপড়া বন্ধ করতে কিছু নিয়ম বদলে ফেলুন এবং আধুনিক প্রযুক্তির চেকআপের মাধ্যমে চুলের সুরক্ষায় একটি গাইডলাইন মেনে চলুন।

0
30083

বিস্তারিত জানতে কল করুন-০১৮২৯৫৯৮৯৮৬।সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে।যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।কারণ,আগের যুগের নির্ভেজাল খাবার,দূষনমুক্ত পরিবেশ বা নির্ভেজাল প্রোডাক্ট এইযুগে আশা করা কঠিন।তাই চুলপড়া বা টাকপড়া বন্ধ করতে কিছু নিয়ম মেনে চলতে হবে।

(১)মাথার ত্বক শুস্ক হলে ঘন ঘন শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। (২)মাথার ত্বক তৈলাক্ত হলে তেল কম ব্যবহার করুন। (৩)তৈলাক্ত ত্বকে সপ্তাহে ১ বার শ্যাম্পুর সাথে মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করুন। (৪)কাঠের চিরুনি ব্যবহার করুন। (৫)ভেজা চুল আচড়ানো বা বেধে রাখা থেকে বিরত থাকুন। (৬)চুলে হীট দিয়া ট্রীটমেন্ট নেওয়া থেকে বিরত থাকুন। (৭)শতভাগ হারবাল শ্যাম্পু ব্যবহার করুন। (৮)অন্যের চিরুনী বা টাওয়াল ব্যবহার থেকে বিরত থাকুন। (৯)একাধিক ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকুন। (১০)চুলের সুরক্ষায় সপ্তাতে ২/৩ দিন প্রোটিন অয়েল ব্যবহার করুন।(১১)মাথা তৈলাক্ত হলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করুন।(১২)খুশকী দুরীকরণে সপ্তাহে ১ দিন শ্যাম্পুর সাথে আর্নিকা ও জেরন্ডি তেল ব্যবহার করুন। (১৩)টাইট করে ক্লিপ মারা থেকে বিরত থাকুন। (১৪)কোষ্ঠ কাঠিন্য দুরীকরনে ইছুবগুলের ভুষি ১ গ্লাস পানির সাথে ১ চামুচ মিশিয়ে রাতে সেবন করুন। (১৫)অধিক রাত্রি জাগরন থেকে বিরত থাকুন। (১৬)মাথা ভিজিয়ে সমুদ্র স্নান থেকে বিরত থাকুন। (১৭)দূষযুক্ত পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকুন। (১৮)গোশলের সময় মাথায় কোন প্রকারের সাবান ব্যবহার থেকে বিরত থাকুন।(১৯)মহিলাদের লিকুরিয়া থাকলে দ্রুত নিরাময় করুন। (২০)দীর্ক্ষন হে্লমেড পড়া থেকে বিরত থাকুন। (২১)অক্সিজেন ও রক্ত চলাচল বৃদ্ধি করতে প্রতি রাতে কাঠের চিরুনি দিয়ে ১ মিনিট মাথা আচড়ানোর অভ্যাস গড়ে তুলুন। (২২)প্রতিদিন ১ টি ডিম+১ টি নাস পাতি+১ গ্লাস দুধ পান করুন এবং ৩ টি করে কাজু বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। (২৩)অতিরিক্ত মানসিক চাপ পরিহার করুন।তার পরেও সমস্যার সমাধান না হলে আধুনি প্রযুক্তির মাধ্যমে চুলের চেকআপ করে চুলের ধরন অনুযায়ী তেল-শ্যাম্পু ব্যবহার করুন।

চুলপড়া ও টাকের সমস্যার সমাধানে ১৪বছর যাবত আধুনিক প্রযুক্তি ও প্রোডাক্টের মাধ্যমে রেজিষ্টার্ড চিকিৎসকের তত্বাবধানে সেবাসমুহ দিয়ে আসছি।

বিস্তারিত জানতে কল করুন-০১৮২৯৫৯৮৯৮৬। (সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে) #হেয়ার_এন্ড_স্কালপ_ক্লিনিক ২৯১, ভিআইপি টাওয়ার, কাজীর দেইড়ী, চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here