বিস্তারিত জানতে সকাল ১০টা থেকে রাত ১০ টার মধ্যে কল করুন- ০১৮২৯৫৯৮৯৮৬।
মহিলা-পুরুষের এক এক জনের চুলের গোড়া এক এক রকম।ফাংগাস,খুশকী,ভেজাল খাবার,দুষনযুক্ত পানি ও পরিবেশ,হরমোনের সমস্যা,পুষ্টিহীনতা সহ চুলপড়ার বহুবিধ কারন রয়েছে।তবে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে তৈলাক্ত ত্বক বা ঘামযুক্ত ত্বক।চিকিৎসা বিজ্ঞানে এটার নাম সীবাম সিক্রেসান।
অনেকে এটাকে ঘাম বলে।আবার অনেকে তেল বলে।পৃথিবীতে এখন ও এর কোন স্হায়ী সমাধান নাই।রীতিমত শ্যাম্পু করে চুলের গোড়াটাকে সব সময় পরিস্কার রাখতে হবে এবং সপ্তাহে ১/২ দিন স্কালপ অয়েল রিমোভার নামীয় একটি পাউডার শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করলে মোটামুটি তেলকে নিয়ন্ত্রনে রেখে চাুলগুলিকে সুরক্ষা করা যায়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে- চেকআপ করে দেখতে হবে স্কাল্পে অন্য কোন ইনফেকশন আছে কিনা এবং ড্যামেজ চুলগুলির অবস্হা কি।দীর্ঘ ১৪ বছর যাবত চুলপড়া ও টাকের সমাধানে আধুনিক প্রযুক্তি ও প্রোডাক্টের মাধ্যমে রেজিষ্টার্ড চিকিৎসকের তত্বাবধানে সফল ভাবে সেবাসমূহ দিয়ে আসছি।
#হেয়ার_এন্ড_স্কালপ_ক্লিনিক। ২৯১, ভিআইপি টাওয়ার, কাজীর দেইড়ী, চট্টগ্রাম।