চুল পড়ে গেলে আর গজায়না কেন, সমস্যার সমাধানে কি করবেন?

0
33359

চুল পড়ে গেলে আর গজায়না কেন, সমস্যার সমাধানে কি করবেন? #মহিলা_পুরুষ_উভয়ের_জন্য_রয়েছে_পরামর্শ:

বিস্তারিত জানতে কল করুন-০১৮২৯৫৯৮৯৮৬। (সকাল ১১টা থেকে রাত ১০ টার মধ্যে)

জন্মের সময় গজানো ছোট চুলগুলি আজীবন থাকেনা।এগুলো ক্রমান্বয়ে বড় হবে,এক সময় পড়ে যাবে এবং আবার গজাবে।এটাই স্বাভাবিক।

কিন্তু সময়ের ব্যবধানে আমরা ভেজাল খাবার,কেমিক্যাল ও দূষনের যুগে প্রবেশ করেছি।খুশকী,ফাংগাস, স্কাল্পের তৈলাক্ততা,বিভিন্ন শারিরীক সমস্যা ও নির্ভেজাল খাদ্য উপাদানের অভাবে চুলের বীজটি ড্যাামেজড বা রোগাক্রান্ত হওয়ায় অকালে চুল পড়তে পড়তে টাক হয়ে যায়। ক্রমান্বয়ে পড়ে যাওয়া চুলের ছিদ্র গুলি বন্ধ হয়ে যায় এবং অক্সিজেনের অভাবে কোষগুলি আস্তে আস্তে মরে যায়।যাতে আর চুল গজানোর সুযোগ থাকে না।তবে দ্রুত সময়ে অভিজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা নিলে অনেকগুলি চুল পুনরায় ফিরে পাওয়া যায়।

এই জন্য খাদ্য উপাদানের ঘাটতি পুরনে আপনাকে কিছু সম্পুরক ও প্রোটিন নির্ভরশীল খাবার বেছে নিতে হবে।

পাশাপাশি কপার,জিংক,সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম,ম্যাঙ্গানিজ,বায়োটিন,ইকেপ ও আয়রনের সমন্বিত খাবার বা ওষুধ বেছে নিতে হবে।

#হেয়ার_এন্ড_স্কালপ_ক্লিনিক
২৯১, ভিআইপি টাওয়ার, কাজীর দেইড়ী, চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here